Monday, February 13, 2017

বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসার আহ্বান


বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসার আহ্বান
বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসার আহ্বান জানিয়েছে সুন্দরবন বন বিভাগ ও সুন্দরবন একাডেমি। সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ সাঈদ আলী বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এটি এখন বিশ্ব ঐতিহ্য। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচিয়ে রেখেছে সুন্দরবন। অনেকটা মায়ের কোলে একটি শিশু যেমন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে তেমনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক বিরাট এলাকা সুন্দরবনকে অবলম্বন করে নিরাপদ রয়েছে।
 
তিনি বলেন, যারা বুঝে না বুঝে সুন্দরবনের ক্ষতিসাধন করে আসছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে। এখনই সে সময়  সুন্দরবনের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুন্দরবন একাডেমি ও বন বিভাগের যৌথ আয়োজনে এবং কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সহায়তায় বরাবরের মত এবারো ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে খুলনায় ‘সুন্দরবন দিবস’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
এবারের সুন্দরবন দিবসের প্রধান আকর্ষণ হচ্ছে, খুলনা মহানগরীর নির্বাচিত ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীর প্রত্যক্ষ অংশগ্রহণ ও বর্ণাঢ্য সমাবেশ।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন বন বিভাগের বন সংরক্ষক (সিএফ) জহির উদ্দিন আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সুবীর রায়, সাবেক সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম

No comments:

Post a Comment